
————————————————
1. জাতীয় বাজেট ২০১৯-২০
2. মোট বাজেট– ৫,২৩,১৯০ কোটি টাকা
3. সামগ্রিক আয়– ৩,৮১,৯৭৮ কোটি টাকা
4. মোট রাজস্ব আয়– ৩,৭৭,৮১০ কোটি টাকা
5. বার্ষিক উন্নয়ন কর্মসূচি (ADP)– ২,২,৭২১ কোটি টাকা
6. জিডিপি প্রবৃদ্ধির হার – ৮.২%
7. মাথাপিছু আয় (প্রক্ষেপন) – ২,১৭৩ ডলার
8. মুদ্রাস্ফীতির লক্ষ্য – ৫.৫%
9. ভ্যাটের স্তর – ৪ টি [৫%, ৭.৫%, ১০% ও ১৫%]
10. করমুক্ত আয়সীমাঃ সাধারণ– ২,৫০,০০০ টাকা, মহিলা ও ৬৫ বছরের উর্ধ্ব ব্যক্তি– ৩,০০,০০০ টাকা
11. সর্বোচ্চ ব্যয়ের খাত জনপ্রশাসন– ৯৬,৪৭০ কোটি (মোট বাজেটের ১৮.৫%)
12. সর্বোচ্চ আয়ের খাত মূল্য সংযোজন কর (VAT)– ১,২৩,০৬৭ কোটি টাকা (মোট বাজেটের ২৩.৫%)
#অর্থনৈতিক সমীক্ষা-২০১৯
————————————————
1. জনসংখ্যা (প্রাক্কলিত) – ১৬ কোটি ৩৭ লক্ষ (১৬৩.৭ মিলিয়ন)
2. জনসংখ্যা বৃদ্ধির হার– ১.৩৭%
3. পুরুষ-মহিলা অনুপাত– ১০০.২ : ১০০
4. জনসংখ্যার ঘনত্ব– ১১০৩ জন (প্রতি বর্গ কিমি)
5. প্রত্যাষিত গড় আয়ুষ্কাল–৭২ বছর (পুরুষ – ৭০.৬ বছর ও মহিলা – ৭৩.৫ বছর)
6. স্বাক্ষরতার হার– ৭২.৩% (পুরুষ– ৭৪.৩% ও মহিলা– ৭০.২%)
7. দারিদ্র্যের হার– ২১.৮% এবং চরম দারিদ্র্যের হার – ১১.৩%
8. চলতি মূল্যে মাথাপিছু জাতীয় আয় (মা: ডলারে) – ১৯০৯ মা. ড.
9. চলতি মূল্যে মাথাপিছু জিডিপি (মা: ডলারে) – ১৮২৭ মা. ড.
10. স্থির মূল্যে জিডিপি প্রবৃদ্ধির হার – ৮.১৩%
11. মূল্যস্ফীতি গড় (জুলাই-মার্চ, ২০১৯)¬ – ৫.৪৪%
12. মোট ব্যাংক–৫৯টি(রাষ্ট্র মালিকানাধীন–০৬টি, বিশেষায়িত–০৩টি, বেসরকারি–৪১ টি, বৈদেশিক–০৯টি)
13. ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান– ৩৪ টি
14. মোট শ্রমশক্তির শতকরা হারঃ কৃষি–৪০.৬%, শিল্প–২০.৪%, সেবা–৩৯%
15. খাত সমূহের অবদানঃ কৃষি- ১৩.৬০%, শিল্প- ৩৫.১৪%, সেবা- ৫১.২৬%
16. বর্তমানে বিদ্যুত সুবিধার আওতায় এসেছে দেশের মোট জনগনের – ৯৩%
#এবার আসুন Recent কিছু GK জেনে নেই:
1.‘অসমাপ্ত আত্মজীবনী’ ইতালিয়ান ভাষায় অনুবাদ করেছেন আন্না কোক্কিয়ারেল্লা (১৩ তম)
2. Forbes The World’s 100 Most Powerful Women 2019:
1st – Angela Merkel (Germany)
29th – Sheikh Hasina Wajed (Bangladesh)
100th – Greta Thunberg (Sweden)
3. ক্লাইমেট ভালনারেবল ফোরামের প্রেসিডেন্ট হচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
4.প্রথম বাংলাদেশি ও দিত্বীয় বাঙালি হিসেবে নাইট হুট উপাধি প্রাপ্ত- স্যার ফযলে হাসান আবেদ।(২০১০)
5.বৈশ্বিক লিঙ্গ সমতা সূচকে বাংলাদেশ 50তম
শীর্ষে আইসল্যান্ড। দক্ষিণ এশিয়ায় বাংলাদেশ শীর্ষে ।
6. জাতিসংঘের মানব উন্নয়ন সূচকে বাংলাদেশের এক ধাপ উন্নতি | ১৮৯টি দেশের মধ্যে ১৩৫তম।
7.গ্লোবাল ই- কর্মাস সূচকে ১৫২ দেশের মধ্যে বাংলাদেশ ১০৩। শীর্ষদেশ – সুইজাররল্যান্ড।
8.৩৪ বছর বয়সে বিশ্বের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছে -ফিনল্যান্ডের সানা মেরিন।
9.নেপালের কাঠমান্ডুতে ১৩তম এসএ গেমসে তায়কোয়ান্দোতে বাংলাদেশের পক্ষে প্রথম স্বর্ণপদক জিতেছেন দিপু চাকমা।
SA games এ বাংলাদেশের পদক সংখ্যা ১৪২ টি, (স্বর্ণ ১৯ টি)। বাংলাদেশ পঞ্চম স্থান অধিকার করেছে। SA games অনুষ্ঠিত হয়েছিল নেপালের কাঠমুন্ডু এবং পোখারায়।
10.ওয়ার্ল্ড ক্র্যাফট সিটি এখন – সোনারগাঁও
বাংলাদেশের প্রথম কোনো এলাকা হিসেবে বিশ্বের ওয়ার্ল্ড ক্র্যাফট সিটি বা বিশ্ব কারুশিল্প নগর’ হিসেবে স্বীকৃতি পেয়েছে।
স্বীকৃতি দেয়: ওয়ার্ল্ড ক্র্যাফট কাউন্সিল – WCC (৮ অক্টোবর, ২০১৯)।
WIPO কর্তৃক জামদানি শাড়ী ২০১৬ সালে ভৌগোলিক নির্দেশক পণ্য হিসেবে স্বীকৃতি পেয়েছিলো।
11. ‘মিস ওয়ার্ল্ড ২০১৯’ প্রতিযোগিতার মুকুট জিতলেন ‘জ্যামাইকার টনি অ্যান সিং’।
12. গ্রেটা থানবার্গ কে পারসন অফ দ্যা ইয়ার-২০১৯ হিসেবে বেছে নিয়েছে টাইম ম্যাগাজিন।
13. GDP growth rate in 2018-2019 8.15%
14. BRAC is world’s largest NGO established in 1972.
15. Cop 25- madrid,spain cop 26 -scotland
16. ষষ্ঠ জনশুমারি ও গৃহগণনা শুরু হবে ২জানুয়ারি,২০২১ সালে।
17. a.) International Year of plant and health -2020
b). International Year of Peace and Trust -2021
c) Nelson Mendela Decade of Peace – (2019 – 2028)
d) Which of the following has recently accepted the Presidency of the G20 group? – Saudi Arabia
18. ভার্চুয়াল রিয়েলিটি সফটওয়্যার ‘অকুলাস মিডিয়াম’ কিনে নিয়েছে কোন প্রতিষ্ঠান?
উত্তরঃ এডোবি।
19. বর্তমানে দারিদ্র্যের হার–২০.৫%
চরম দারিদ্র্যের হার –১০.৫%
20. ১৯৬ তম স্বাধীন দেশ হতে চলেছে — বুগেনভিলে (গণভোটের মাধ্যমে পাপুয়া নিউ গিনি থেকে আলাদা স্বাধীন দেশ হবে)।
21. বিমান বাংলাদেশ এয়ার লাইন্স এ যুক্ত হতে যাচ্ছে দুটি নতুন ড্রিম লাইনার – সোনার তরী ও অচিন পাখি।
22. ১২ ডিসেম্বর – ডিজিটাল বাংলাদেশ দিবস।