দূর্নীতি দমন কমিশনে সহকারী পরিচালক পদে এমসিকিউ পরীক্ষার ফলাফল প্রকাশ
সিটপ্ল্যানে না থাকা পরীক্ষার্থী উত্তীর্ণ, দুদক দুষছে টেলিটককে
২০ ফেব্রুয়ারি দুদকের প্রশাসন ও মানবসম্পদ বিভাগের পরিচালক জালাল সাইফুর রহমানের স্বাক্ষরে ওয়েবসাইটে প্রকাশিত আসনবিন্যাসে দেখা যায়, পরীক্ষায় মোট প্রার্থী ৯২ হাজার ৯৫৪ জন।
একইদিন দুদকের মহাপরিচালক (প্রশাসন) মো. জহির রায়হান স্বাক্ষরিত পরীক্ষাটির প্রকাশিত ফলাফলে দেখা যায়, সেখানে ২ হাজার ৪৮২ জন প্রার্থী লিখিত পরীক্ষার জন্য উত্তীর্ণ হয়েছেন, যাঁদের মধ্যে ৯৩ হাজার ১৮২ রোল নম্বরধারী (সিট প্ল্যানের তালিকা বহির্ভূত) একজন রয়েছেন। দুদুক এ বিষয়ে টেলিটককে দায়ী করছে।
সূত্র: প্রথম আলো
এবং লিখিত পরীক্ষার নোটিশ প্রকাশ
সহকারী পরিচালক পদে লিখিত পরীক্ষা আগামী ০৬/০৩/২০২০ তারিখ সকাল ০৮:৩০ ঘটিকা হতে গ্রহণ করা হবে।
দূর্নীতি দমন কমিশন
পদ: সহকারী পরিচালক
নির্বাচিত ২৪৮২ জন
এমসিকিউ পরীক্ষার ফলাফল

