BCS’41 Apply online system

বাংলাদেশ কর্ম কমিশনে শূণ্য পদে লোকজন নিয়োগের জন্য ৪১ তম নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিপিএসসি সর্বমোট ২১৩৫ টি পদে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। জেনে নেওয়া যাক কোন পদে কতজন লোক নিয়োগ করা হবেঃ

৪১ তম বিসিএস সার্কুলার ২০১৯ এর মোট পদসংখ্যা–২১৩৫ জন।

পররাষ্ট্র ক্যাডার -২৫ টি; প্রশাসন ক্যাডার -৩২৩ টি;   পুলিশ ক্যাডার- ১০০ টি;

কাস্টমস ক্যাডার-২৩ টি, কর ক্যাডার- ৬০ টি অডিট ক্যাডার-২৫ টি ,

সমবায় ক্যাডার-০৮ টি, আনসার ক্যাডার -২৩ টি , পরিসংখ্যান ক্যাডার- ১২ টি, তথ্য ক্যাডার-৪৭ টি, কৃষি ক্যাডার -১৮৯ টি, বাণিজ্য ক্যাডার-০৪ টি, স্বাস্থ্য ক্যাডার-১৪০ টি, শিক্ষা ক্যাডার-৮৯২টি।

  • আবেদন শুরু ৫ ডিসেম্বর ২০১৯ থেকে শুরু হয়ে ৪ জানুয়ারি ২০২০ইং তারিখ পর্যন্ত চলবে।
  • আবেদন করতে যা যা করণীয়ঃ

বিসিএস আবেদন ফর্ম পূরণ করার সময় নাম, পিতার না, মাতার নাম (সার্টিফিকেট অনুযায়), জন্মতারিখ, জাতীয় পরিচয়পত্র নম্বর, স্থায়ী ও বর্তমান ঠিকানা, শিক্ষাগত যোগ্যতার রোল, রেজাল্ট, পরীক্ষার পাশের সাল, প্রফেশনাল সার্টিফিকেট ইত্যাদি ঠিকঠাক মতো দিতে হবে। নয়তো পরবর্তীতে ঝামেলা পোহাতে হবে।

  • আবেদন ফিঃ ৭০০/- টাকা (প্রতিবন্ধি, উপজাতীয়দের জন্য ১০০/- টাকা)
  • ছবি ও স্বাক্ষরঃ আবেদন করার সময় আপনার ছবি ও স্বাক্ষর গুরুত্বপূর্ণ। ছবিটি অবশ্যই রঙিন  ও সুস্পষ্ট হতে হবে। ছবির সাইজ (H300 x W300) Maximum 100kb & Signature Size H (300 x W80) Maximum 60kb.

আবেদন সম্পন্ন হলে পে-মেন্ট করার নিয়মঃ

পে-মেন্ট করার জন্য অবশ্যই আপনাকে টেলিটক সিম ব্যবহার করতে হবে।

যেভাবে পে-মেন্ট করবেন:

1st message: Type BPSC<space>User ID and send it 16222.

ex. BPSC Y9HE83 and send to 16222

2nd message to confirm 700/100 tk:

Type BPSC<space>YES<space>PIN and send to 16222.

ex. BPSC YES 123456789 and send to 16222.

আবেদনের লিংকঃ click here 

চাকুরির আরো আপডেট পেতে আমাদের সাথেই থাকুন

Leave a Comment