Changes In Education System

প্রাক্-প্রাথমিক থেকে উচ্চমাধ্যমিক স্তরের শিক্ষাব্যবস্থায় বড় পরিবর্তন আসছে।

শিক্ষার্থীরা বিজ্ঞান না কি অন্য শাখায় পড়বে, সেটা ঠিক হবে একাদশ শ্রেণিতে।

এসএসসি পরীক্ষা হবে শুধু দশম শ্রেণির পাঠ্যসূচির ভিত্তিতে। ৫ বিষয়ের উপর হবে পরীক্ষা।

বাংলা,ইংরেজি,গণিত,বিজ্ঞান ও সোশ্যাল সাইন্স

দশম শ্রেণির আগে কোন পাবলিক পরীক্ষা থাকবে না।

প্রস্তাবিত শিক্ষাক্রম অনুযায়ী ষষ্ঠ থেকে দশম শ্রেণি পর্যন্ত যে ১০টি বই পড়ানো হবে, সেগুলো হলো বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, সামাজিক বিজ্ঞান, জীবন ও জীবিকা, ধর্ম, স্বাস্থ্য শিক্ষা এবং শিল্প ও সংস্কৃতি।

★উচ্চমাধ্যমিকে দুই পাবলিক পরীক্ষা
★দশম শ্রেণির পাঠ্যসূচিতে এসএসসি পরীক্ষা
★ষষ্ঠ থেকে দশম পর্যন্ত ১০ বই
★তৃতীয় শ্রেণি পর্যন্ত প্রথাগত কোনো পরীক্ষা থাকবে না।

★সাপ্তাহিক ছুটি থাকবে ২দিন।

২০২৬ এর ইন্টারমিডিয়েট 

২০২৪ এর ক্লাস নাইন

২০২৩ এর ক্লাস এইট ও ২০২২ থেকে নিচের অন্যান্য ক্লাস গুলোকে দেয়া হবে নতুন বই।

২০২৫ সালের মধ্যে সবগুলো পদক্ষেপ বাস্তবায়ন করা হবে।

সূত্রঃ প্রথম আলো

Leave a Comment