মহামারী রূপ নেয়া করোনা ভাইরাসের সংক্রমণ রোধে চলমান বিশেষ ছুটি আরও ১৪ এপ্রিল পর্যন্ত বাড়ানো হয়েছে।
রোববার (৫ এপ্রিল) জনপ্রশাসন সচিব শেখ ইউসুফ হারুন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ আদেশ দেয়া হয়েছে।
গত ২৪ ঘন্টায় করোনা পরীক্ষায় নতুন করে ৫৪ জনের দেহে করোনা সনাক্ত। গত ২৪ ঘন্টায় মারা গেছে ২ জন। মোট আক্রান্ত ২১৮ জন।
মোট মারা গেছে ২০ জন।
সোমবার (৬ই এপ্রিল), এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, মসজিদে পাঁচ ওয়াক্ত নামাজে খতিব, ইমাম, মুুয়াজ্জিন ও খাদেমগণ অংশ নিতে পারবেন।
১৪ এপ্রিল পর্যন্ত সারাদেশে সকল প্রকার গণপরিবহন চলাচল বন্ধ ঘোষণা করেছে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
আগামী ৫ থেকে ৯ এপ্রিল পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করে বুধবার (০১ এপ্রিল) প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। এর সঙ্গে ১০ ও ১১ এপ্রিল সাপ্তাহিক ছুটি মিলিয়ে ছুটি থাকছে ১১ এপ্রিল পর্যন্ত।
মানুষের জীবন-জীবিকার স্বার্থে রিকশা-ভ্যানসহ যানবাহন, রেল, বাস পর্যায়ক্রমে চালু করা হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
জরুরি প্রয়োজনে অফিসগুলো খোলা রাখা যাবে। প্রয়োজনে ওষুধশিল্প, উৎপাদন ও রপ্তানিমুখী শিল্প কারখানা চালু রাখতে পারবে।
এর আগে সারাদেশে ১০ দিনের সাধারণ ছুটি ঘোষণা করেছিল সরকার
করোনা পরিস্থিতি মোকাবেলায় সরকারি অফিস-আদালত ছাড়াও সকল বেসরকারি প্রতিষ্ঠানও বন্ধ থাকবে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।
ASUS ROG ZEPHYRUS G14 REVIEW
খোলা থাকবে হাসপাতাল, কাচাবাজার, জরুরি সেবা। কাল থেকে প্রশাসনকে সাহায্য করবে সশস্ত্র বাহিনী।
মসজিদের পরিবর্তে বাসায় নামাজ পড়ার নির্দেশ।
নিন্মআয়ের মানুষদের সাহায্য করবে সরকার, এছাড়াও দরিদ্র কেও চাইলে ভাষানচরে থাকতে পারবে।
২৬ মার্চ উপলক্ষ্যে সরকারি ছুটির সঙ্গে ২৯ মার্চ থেকে ২ এপ্রিল মোট ৫ দিন যুক্ত করে ছুটি ঘোষণা করা হয়েছে। এর সঙ্গে ৩ ও ৪ এপ্রিল সরকারি সাধারণ ছুটিও যুক্ত হবে। অর্থাৎ আগামী ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল মোট ১০ দিন ছুটি থাকবে।