Economic Survey Bangladesh 2017-2020

Economic Survey Bangladesh 2017-2020. Economic Survey Bangladesh 2017-2020. Economic Survey Bangladesh 2017-2020.

Economic Survey 2020

1. Total population – 16 crore 75 lakhs

2. Population growth rate – 1.38%

3. Male to female ratio – 100.2: 100

4. Population density – 1125 people

5. Obesity rate (1000 people) – 16.1 people

. Gross mortality rate (per 1000 people) – 4.9 people

. The under-one mortality rate (per 1,000) is 21

. Life expectancy is 72.7 years
(Males 61.1 years and females 74.2 years)

9. The ratio of doctors to population is 1: 1824

10. Literacy rate among the town people – 74.4% (male 7.5% and female 64.3%)

11. Poverty rate 20.5%

12. Extreme Poverty Rate – 10.5%

13. At current prices, the per capita national income is ৬ 2,084

14. GDP per capita at current prices – ড 1980

15. (GDP) Growth Rate – 5.24%

16. Percentage of total labor force:

A) In Agriculture – 40.6%

B) In industry – 20.4%

C) In service – 39%

16. Average Inflation – 5.75%

16. The total number of banks is 60

A) 6 state-owned

B) 3 specialized

C) Private – 42

D) Overseas-9

19. Sector contributions:

A) Agriculture – 13.60%

B) Industry – 35.14%

C) In service – 51.28%

20. At present 93% of the total population of the country is covered by electricity facilities.

21. The highest remittances come from Saudi Arabia

22. The highest exports are to America and the imports are from China.

23. Bangladesh exports medicines to 146 countries.

24. There are 3 seaports in the country.

25. 23 land ports.

26. There are 26 gas fields.

26. There are 6 EPJs in the country (government). However, 10 including 2 private ones.

বাংলায় অনুবাদ

অর্থনৈতিক সমীক্ষা ২০২০

১. মোট জনসংখ্যা – ১৬ কোটি ৬৫ লক্ষ

২. জনসংখ্যা বৃদ্ধির হার-১.৩৭%

৩. পুরুষ ও মহিলার অনুপাত – ১০০.২ : ১০০

৪. জনসংখ্যার ঘনত্ব – ১১২৫ জন

৫. স্থূলজন্মহার (১০০০জনে) -১৮.১ জন

৬. স্থূল মৃত্যুহার (১০০০জনে) – ৪.৯ জন

৭. এক বছরের কম বয়সী শিশুর মৃত্যুর হার (১০০০জনে) -২১ জন

৮. প্রত্যাশিত গড় আয়ুষ্কাল -৭২.৬ বছর
(পুরুষ ৭১.১ বছর ও মহিলা ৭৪.২ বছর)

৯. ডাক্তার ও জনসংখ্যার অনুপাত -১:১৭২৪ জন

১০. স্বাক্ষরতার হার – ৭৪.৪% (পুরুষ ৭৬.৫% ও মহিলা-৭৪.৩%)

১১. দারিদ্রের হার ২০.৫%

১২. চরম দারিদ্রের হার – ১০.৫%

১৩. চলতি মূল্যে মাথাপিছু জাতীয় আয় – ২০৬৪ ডলার

১৪. চলতি মূল্যে মাথাপিছু জিডিপি – ১৯৭০ ডলার

১৫.  (GDP) প্রবৃদ্ধির হার – ৫.২৪%

১৬. মোট শ্রমশক্তির শতকরা হার :

ক) কৃষিতে – ৪০.৬%

খ) শিল্পতে – ২০.৪%

গ) সেবাতে – ৩৯%

১৭. মুদ্রাস্ফীতির গড় – ৫.৬৫%

১৮. মোট ব্যাংকের সংখ্যা ৬০ টি

ক) রাষ্ট্র মালিকানাধিন -৬টি

খ) বিশেষায়িত -৩টি

গ)বেসরকারি -৪২টি

ঘ) বৈদেশিক-৯টি

১৯. খাত সমূহের অবদান:

ক) কৃষি – ১৩.৬০%

খ) শিল্প – ৩৫.১৪%

গ) সেবাতে – ৫১.২৬%

২০. বর্তমানে বিদ্যুৎ সুবিধার আওতায় এসেছে দেশের মোট জনগণের – ৯৩%

২১. সবোর্চ্চ রেমিটেন্স আসে – সৌদি আরব হতে

২২. সর্বোচ্চ রপ্তানি করা হয় আমেরিকাতে এবং আমদানি করা হয় – চীন থেকে।

২৩. বাংলাদেশ ঔষধ রপ্তানি করে ১৪৬ টি দেশে।

২৪. দেশে সমুদ্র বন্দর ৩টি।

২৫. স্থল বন্দর -২৩ টি।

২৬. গ্যাসক্ষেএ রয়েছে ২৭ টি।

২৭. দেশে ইপিজেট রয়েছে-৮ টি (সরকারি) । তবে বেসরকারি ২ টি সহ ১০ টি।

Economic Survey 2019

1. Total population – 16 crore 36 lakhs

2. Population growth rate – 1.38%

3. Male to female ratio – 100.2: 100

4. Population density – 1103 people

5. Obesity rate (per 1000 people) – 16.5 people

. Gross mortality rate (per 1000 people) – 18.5 people

. Gross mortality rate (per 1000 people) – 18.5 people

. Gross mortality rate (per 1000 people) – 5.1 people

. The under-one mortality rate (per 1,000) is 24

. Life expectancy is 72 years
(Male 60.6 years and female 63.5 years)

9. The ratio of doctors to population is 1: 1824

10. Literacy rate among the town people is 72.3% (males 64.3% and females 60.2%).

11. Poverty rate 21.6%

12. Extreme Poverty Rate – 11.3%

13. National Income Per Capita at Current Price – ৯ 1909 (Rs. 180060)

14. GDP per capita at current prices – ৮ 1628 (Rs. 153198)

15. Fixed Price GDP Growth Rate – 6.13%

16. Percentage of total labor force:

A) In Agriculture – 40.6%

B) In industry – 20.4%

C) In service – 39%

16. Average inflation – 5.44%

16. The total number of banks is 59

A) 6 state-owned

B) 3 specialized

C) Private-41

D) Overseas-9

19. Sector contributions:

A) Agriculture – 13.60%

B) Industry – 35.14%

C) In service – 51.28%

20. At present 93% of the total population of the country is covered by electricity facilities.

21. The highest remittances come from Saudi Arabia

22. The highest exports are to America and the imports are from China.

23. Bangladesh exports medicines to 146 countries.

24. There are 3 seaports in the country.

25. 23 land ports.

26. There are 26 gas fields.

26. There are 6 EPJs in the country (government). However, 10 including 2 private ones.

বাংলায় অনুবাদ

অর্থনৈতিক সমীক্ষা ২০১৯

১. মোট জনসংখ্যা – ১৬ কোটি ৩৭ লক্ষ

২. জনসংখ্যা বৃদ্ধির হার-১.৩৭%

৩. পুরুষ ও মহিলার অনুপাত – ১০০.২ : ১০০

৪. জনসংখ্যার ঘনত্ব – ১১০৩ জন

৫. স্থূলজন্মহার (১০০০জনে) -১৮.৫ জন

৬. স্থূল মৃত্যুহার (১০০০জনে) -১৮.৫ জন

৬. স্থূল মৃত্যুহার (১০০০জনে) -১৮.৫ জন

৬. স্থূল মৃত্যুহার (১০০০জনে) -৫.১ জন

৭. এক বছরের কম বয়সী শিশুর মৃত্যুর হার (১০০০জনে) -২৪ জন

৮. প্রত্যাশিত গড় আয়ুষ্কাল -৭২ বছর 
(পুরুষ ৭০.৬ বছর ও মহিলা ৭৩.৫ বছর)

৯. ডাক্তার ও জনসংখ্যার অনুপাত -১:১৭২৪ জন

১০. স্বাক্ষরতার হার – ৭২.৩% (পুরুষ ৭৪.৩% ও মহিলা-৭০.২%)

১১. দারিদ্রের হার ২১.৮%

১২. চরম দারিদ্রের হার – ১১.৩%

১৩. চলতি মূল্যে মাথাপিছু জাতীয় আয় – ১৯০৯ ডলার (১৬০০৬০ টাকা)

১৪. চলতি মূল্যে মাথাপিছু জিডিপি – ১৮২৭ ডলার (১৫৩১৯৭ টাকা)

১৫. স্থির মূল্যে জিডিপির (GDP) প্রবৃদ্ধির হার – ৮.১৩%

১৬. মোট শ্রমশক্তির শতকরা হার :

ক) কৃষিতে – ৪০.৬%

খ) শিল্পতে – ২০.৪%

গ) সেবাতে – ৩৯%

১৭. মুদ্রাস্ফীতির গড় – ৫.৪৪%

১৮. মোট ব্যাংকের সংখ্যা ৫৯ টি

ক) রাষ্ট্র মালিকানাধিন -৬টি

খ) বিশেষায়িত -৩টি

গ)বেসরকারি -৪১টি

ঘ) বৈদেশিক-৯টি

১৯. খাত সমূহের অবদান:

ক) কৃষি – ১৩.৬০%

খ) শিল্প – ৩৫.১৪%

গ) সেবাতে – ৫১.২৬%

২০. বর্তমানে বিদ্যুৎ সুবিধার আওতায় এসেছে দেশের মোট জনগণের – ৯৩%

২১. সবোর্চ্চ রেমিটেন্স আসে – সৌদি আরব হতে

২২. সর্বোচ্চ রপ্তানি করা হয় আমেরিকাতে এবং আমদানি করা হয় – চীন থেকে।

২৩. বাংলাদেশ ঔষধ রপ্তানি করে ১৪৬ টি দেশে।

২৪. দেশে সমুদ্র বন্দর ৩টি।

২৫. স্থল বন্দর -২৩ টি।

২৬. গ্যাসক্ষেএ রয়েছে ২৭ টি।

২৭. দেশে ইপিজেট রয়েছে-৮ টি (সরকারি) । তবে বেসরকারি ২ টি সহ ১০ টি।

Economic Survey 2018

1. Total population = 16 crore 8 lakhs.
2. Population growth rate = 1.38%
3. Male to female ratio = 100.3 ঃ 100
4. Population density = 1090 people (sq km)
5. Infant mortality rate under one year = 27 (per thousand)
. Life expectancy = 71.6 years
. Literacy rate among the town people is 71%.
. Poverty threshold = 24.3%
9. Poverty threshold = 12.9%
10. GDP growth rate = 7.75%
11. Per capita income at current prices = ২ 1852
12. GDP per capita at current prices = ৬৭৭ 18
13. Inflation = 5.73% (July 17-April 18)
14. Total banks = 56
> 6 state-owned commercial banks,
> 2 specialized banks,
> 40 private commercial banks,
> 9 foreign banks
> 34 non-bank financial institutions
> Total insurance 6, government life insurance 1, general insurance 1, foreign insurance 1.
15. Most remittances come from Saudi Arabia
15. Most exported = United States
16. Most are imported = China
16. Medicines are exported to 145 countries
16. Total installed power generation capacity = 13,748 MW
19. Total power generation = 35,484 million kilowatt-hours
20 Total gas fields discovered = 26
21. Initial reserves of natural gas = 39.9 trillion cubic feet
22. Extractable reserves of natural gas = 26.6 trillion cubic feet
23. Mobile subscribers = 14.7 crore
24. Internet users = 6.06 crore
25. Bangladesh gets more foreign aid = from Japan
26. As an organization, Bangladesh gets more foreign aid = from IDA
26. Contribution to GDP (temporary)
Agriculture = 14.10%
Industry = 33.61%
Services = 52.18%
N.B. According to the report of the Bureau of Statistics, the average life expectancy of the people of Bangladesh is 72 years.

বাংলায় অনুবাদ

অর্থনৈতিক সমীক্ষা ২০১৮ 

                                   
১। মোট জনসংখ্যা = ১৬ কোটি ৮ লক্ষ।
২। জনসংখ্যা বৃদ্ধির হার = ১.৩৭%
৩। পুরুষ – মহিলা অনুপাত = ১০০.৩ঃ১০০
৪। জনসংখ্যার ঘনত্ব = ১০৯০ জন (বর্গ কি:মি)
৫। এক বছরের কম বয়সী শিশু মৃত্যুহার = ২৮ জন (প্রতি হাজারে)
৬। প্রত্যাশিত গড় আয়ু = ৭১.৬ বছর
৭। সাক্ষরতার হার = ৭১%
৮। দারিদ্র্যের ঊর্ধ্বসীমা = ২৪.৩%
৯। দারিদ্র্যের নিম্নসীমা = ১২.৯%
১০। GDP প্রবৃদ্ধির হার = ৭.৬৫%
১১। চলতি মূল্যে মাথাপিছু আয় = ১৭৫২ মার্কিন ডলার
১২। চলতি মূল্যে মাথাপিছু GDP = ১৬৭৭ মার্কিন ডলার
১৩। মূল্যস্ফীতি = ৫.৮৩% (জুলাই ১৭- এপ্রিল ১৮)
১৪। মোট ব্যাংক = ৫৭ টি
> রাষ্ট্রীয় মালিকানাধীন বাণিজ্যিক ব্যাংক ৬ টি,
>বিশেষায়িত ব্যাংক ২ টি,
>বেসরকারি বাণিজ্যিক ব্যাংক ৪০ টি,
>বৈদেশিক ব্যাংক ৯ টি
>ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান ৩৪ টি
>মোট বীমা ৭৮ টি, সরকারি জীবন বীমা ১ টি, সাধারণ বীমা ১ টি, বিদেশি বীমা ১টি।
১৫। সবচেয়ে বেশি রেমিট্যান্স আসে = সৌদিআরব থেকে
১৫। সবচেয়ে বেশি রপ্তানি করা হয় = যুক্তরাষ্ট্র
১৬। সবচেয়ে বেশি আমদানি করা হয় = চীন
১৭। ঔষধ রপ্তানি করা হয় = ১৪৫ টি দেশে
১৮। মোট স্থাপিত বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা = ১৩,৮৪৬ মেগাওয়াট
১৯। মোট বিদ্যুৎ উৎপাদন = ৩৫,৪৭৪ মিলিয়ন কিলোওয়াট -ঘণ্টা
২০। আবিষ্কৃত মোট গ্যাসক্ষেত্র = ২৭ টি
২১। প্রাকৃতিক গ্যাসের প্রাথমিক মোট মজুদ = ৩৯.৯ ট্রিলিয়ন ঘনফুট
২২। প্রাকৃতিক গ্যাসের উত্তোলনযোগ্য মজুদ = ২৭.৭৬ ট্রিলিয়ন ঘনফুট
২৩। মোবাইল গ্রাহক = ১৪.৭ কোটি
২৪। ইন্টারনেট ইউজার = ৮.০৮ কোটি
২৫। বাংলাদেশ বেশি বৈদেশিক সাহায্য পায় = জাপান থেকে
২৬। সংস্থা হিসেবে বাংলাদেশ বেশি বৈদেশিক সাহায্য পায় = IDA থেকে
২৭। GDP তে অবদান (সাময়িক)
কৃষি = ১৪.১০%
শিল্প = ৩৩.৭১%
সেবা = ৫২.১৮%
N.B. পরিসংখ্যান ব্যুরোর রিপোর্ট অনুযায়ী বাংলাদেশের মানুষের গড় আয়ু ৭২ বছর।

Bangladesh Economic Survey 2018

Total population of Bangladesh – 15 crore 79 lakhs.

Population growth rate – 1.38%.

Male to female ratio in population – 100.3 ঃ 100.

Population density per sq km – 1,07 people.

Gross Birth Rate and Mortality Rate (per 1000 people) – 18.7 births and 5.1 deaths.

Life expectancy in Bangladesh is 70.9 years (male 79.4 years and female 72.3 years).

Infant mortality rate (per thousand under one year of age) – 29

Population per doctor – 2,039.

The number of hygienic toilet users is 83.5%.

Literacy rate among the town people (6 years +) – 63.6%.

Poverty rate in the country – 23.5%.

GDP at current prices for the financial year 2016-17 – 19,56,058 crore.

GDP at fixed price for FY 2017-18 – Tk. 9,46,572 crore.

GDP growth rate at fixed prices for the financial year 2016-17 – 7.24%.

Total labor force (15+) – 6.1 crore people.

Per capita income at current prices – ৬ 1,602.

GDP per capita at current prices – ৫ 1,536.

Contribution of Domestic Savings to the GDP of FY 2017-18 – 26.06%.

Contribution of National Savings to GDP in FY 2017-18 – 30.30%.

Export earnings for the 2016-17 fiscal year – ৮ 22,636 million.

Total expenditure in FY 2017-18 – Tk. 3,40,605 crore.

The national highway is 3,613 km.
Note: Taken from various sources.

বাংলায় অনুবাদ

বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা ২০১৭

বাংলাদেশের মোট জনসংখ্যা – ১৫ কোটি ৮৯ লক্ষ।

জনসংখ্যা বৃদ্ধির হার শতকরা – ১.৩৭%।

জনসংখ্যায় পুরুষ ও নারীর অনুপাত – ১০০.৩ঃ১০০।

জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গকিঃমিঃ- ১,০৭৭ জন।

স্থূল জন্মহার ও মৃত্যুহার (প্রতি ১০০০ জনে)- জন্ম ১৮.৮ জন ও মৃত্যু ৫.১ জন।

বাংলাদেশের প্রত্যাশিত গড় আয়ুষ্কাল – ৭০.৯ বছর (পুরুষ ৬৯.৪ বছর ও মহিলা ৭২.৩ জন)।

শিশু মৃত্যুহার (একবছরের কমবয়সী প্রতি হাজারে) – ২৯ জন।

ডাক্তার প্রতি জনসংখ্যা – ২,০৩৯ জন।

স্বাস্থ্যসম্মত পায়খানা ব্যবহারকারীর সংখ্যা শতকরা ৭৩.৫%।

স্বাক্ষরতার হার ( ৭ বছর+) – ৬৩.৬%।

দেশে দারিদ্রের হার – ২৩.৫%।

২০১৬-১৭ অর্থ বছরের চলতি মূল্যে জিডিপি – ১৯,৫৬,০৫৬ কোটি টাকা।

২০১৬-১৭ অর্থ বছরের স্থির মূল্যে জিডিপি – ৯,৪৭,৫৮২ কোটি টাকা।

২০১৬-১৭ অর্থ বছরের স্থির মূল্যে জিডিপির প্রবৃদ্ধির হার – ৭.২৪%।

মোট শ্রমশক্তি ( ১৫+) – ৬.১ কোটি জন।

চলতি মূল্যে মাথাপিছু আয় – ১,৬০২ মার্কিন ডলার।

চলতি মূল্যে মাথাপিছু জিডিপি – ১,৫৩৮ মার্কিন ডলার।

২০১৬-১৭ অর্থবছরের জিডিপিতে দেশেজ সঞ্চয়ের অবদান – ২৬.০৬%।

২০১৬-১৭ অর্থবছরের জিডিপিতে জাতীয় সঞ্চয়ের অবদান – ৩০.৩০%।

২০১৬-১৭ অর্থবছরের রপ্তানি আয় – ২২,৮৩৬ মিলিয়ন মার্কিন ডলার।

২০১৬-১৭ অর্থবছরে মোট ব্যয় – ৩,৪০,৬০৫ কোটি টাকা।

জাতীয় মহাসড়ক ৩,৮১৩ কিলোমিটার।

বিঃদ্রঃ বিভিন্ন তথ্যসূত্র থেকে নেয়া।   

Leave a Comment