শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষক, কর্মচারী ও ছাত্রছাত্রীদের অনুদান প্রদান eksheba.gov.bd
উপযুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে বর্তমান Covid 19 পরিস্থিতি বিবেচনায় শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষক ও ছাত্রছাত্রীদের বিশেষ অনুদান প্রদানের লক্ষ্যে অনলাইন আবেদন ১৫ মার্চ পর্যন্ত বাড়ানো হলো। এর আগে আবেদনের সময়সীমা ০৭ মার্চ পর্যন্ত ছিল।
শিক্ষা মন্ত্রণালয়ের অনুদানের সময়সীমা বাড়ানোর বিজ্ঞপ্তিঃ http://shed.gov.bd/site/notices/4fc1c51b-ef45-475e-82e6-2685ae7d3cfc/

এটা কোন বৃত্তি নয় এটা সরকারি অনুদান।
অনুদান পাবে শারিরীক ও মানসিক সমস্যা আক্রান্ত, অনগ্রসর সম্প্রদায়, মেধাবী, গরীব, অসহায় দুস্থ শিক্ষার্থীরা
অনুদান এককালীন। নগদ একাউন্টের মাধ্যমে প্রদান করা হবে।
বিজ্ঞপ্তিঃ
অনুবাদ সবাই পাবে না যাচাই বাছাই করে অনুদান প্রদান করা হবে।
উল্লেখ্য, এই অনুূদানে ৬ষ্ঠ থেকে স্নাতক পযার্য়ের শিক্ষার্থীদের আবেদন করার সুযোগ থাকলেও, শিক্ষার্থীদের এ বিশেষ অনুদান দেওয়ার ক্ষেত্রে দুঃস্থ, প্রতিবন্ধী, অসহায়, রোগগ্রস্ত, গরিব, মেধাবী, অনগ্রসর সম্প্রদায়ের শিক্ষার্থীদের অগ্রাধিকার দেওয়ার নির্দেশনা রয়েছে।
যেভাবে আবেদন করবে ও আবেদন করতে প্রয়োজনীয় কাগজপত্রঃ
অনলাইনে আবেদন করুন সরাসরি Apply Now
প্রয়োজনীয় কাগজপত্রঃ
১/ বর্তমানে যে শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যয়নরত আছেন সেখান থেকে প্রতিষ্ঠান প্রধান/ বিভাগীয় প্রধানের স্বাক্ষরিত প্রত্যয়ন পত্র।
২/ নিজের আইডি কার্ড/ জন্ম নিবন্ধন সনদের নম্বর।
৩/ পিতা ও মাতার জাতীয় পরিচয়পত্রের নম্বর
৪/ ইমেইল এড্রেস
৫/ সচল মোবাইল নম্বর (অবশ্যই নগদ একাউন্ট সচল থাকতে হবে! নাহ থাকলে,খুলে নিবেন)
*জাতীয় পরিচয় পত্র না থাকলে জন্ম নিবন্ধনের নাম্বার দিয়ে আবেদন করা যাবে।
* অর্থিক অনুদান ১২০ কার্যদিবসের মধ্যে মোবাইলে প্রদান করা হবে।
*প্রতিষ্ঠানের প্রত্যয়নপত্র ছাড়া আবেদন করা যাবে না।