অনেকেই জানতে চেয়েছেন কিভাবে GPA হিসাব করতে হয়।
২ পদ্ধতিতে GPA হিসাব করা যায়।

পদ্ধতি ১ঃ
★★আপনার মোট বিষয় ৬ টি। যেমন
ইতিহাস,ম্যানেজমেন্ট,মার্কেটিং,একাউন্টিং, ইকোনোমিকস,ফাইনেন্স
.
এখন ধরি
ইতিহাস টোটাল মাকর্স ১০০, ক্রেডিট ৪।
ম্যানেজমেন্ট টোটাল মাকর্স ১০০, ক্রেডিট ৪।
মার্কেটিং টোটাল মাকর্স ১০০, ক্রেডিট ৪।
একাউন্টিং টোটাল মার্কস ১০০, আর ক্রেডিট ৪।
ইকোনমিকস টোটাল মাকর্স ৫০, ক্রেডিট ২।
ফাইনেন্স টোটাল মাকর্স ৫০, ক্রেডিট ২।
★★তাহলে আপনার সর্বমোট ক্রেডিট হলো
৪+৪+৪+৪+২+২=২০।
★★এখন ধরুন আপনি
ইতিহাস B+(3.25)
ম্যানেজমেন্ট B(3)
মার্কেটিং B(3)
একাউন্টিং C(2.25)
ইকোনমিকস C+(2.50)
ফাইনেন্স B+(3.25) পেলেন।
★★ এখোন আপনার কাজ হলো, প্রত্যকটা বিষয়ের পয়েন্ট কে ঐ বিষয়ের ক্রেডিট দিয়ে গুন করা।
★★ইতিহাস
(৩.২৫ গুন ৪) =১৩
ম্যানেজমেন্ট
(৩ গুন ৪) =১২
মার্কেটিং
(৩ গুন ৪)=১২
একাউন্টিং
(২.২৫ গুন ৪) =৯
ইকোনমিকস
(২.৫০ গুন ২)=৫
ফাইনেন্স
(৩.২৫ গুন২)= ৬.৫।
★★ক্রেডিট দিয়ে গুন করার পর আসুন দেখি টোটাল কত হল
(১৩+১২+১২+৯+৫+৬.৫)
=৫৭.৫
★★ এবার টোটাল পয়েন্ট কে টোটাল ক্রেডিট দিয়ে ভাগ করি।
(৫৭.৫/২০)=২.৮৭৫ বা ২.৮৮(প্রায়)
★★ উক্ত ২.৮৮ ই হলো আপনার প্রাপ্ত GPA
.
পদ্ধতি ২-
আপনার গ্রেড পয়েন্টঃ
ইতিহাস B+(3.25)
ম্যানেজমেন্ট B(3)
মার্কেটিং B(3)
একাউন্টিং C(2.25)
ইকোনমিকস C+(2.50)
ফাইনেন্স B+(3.25)
এবার প্রাপ্ত গ্রেড পয়েন্ট যোগ করে, মোট বিষয় দিয়ে ভাগ করলে প্রাপ্ত জিপিএ পাবেন।
মোট বিষয়- ৬
মোট প্রাপ্ত গ্রেড পয়েন্ট- ৩.২৫+৩+৩+২.২৫+২.৫০+৩.২৫ = ১৭.২৫
১৭.২৫/৬= ২.৮৭৫ বা ২.৮৮ (প্রায়)
★★ উক্ত ২.৮৮ ই হলো আপনার প্রাপ্ত GPA