জাবিতে অনার্স শেষ বর্ষে অটোপ্রমোশন

শিক্ষার্র্থীদের পরীক্ষা অনুষ্ঠানের দাবির মুখে স্নাতক শেষ বর্ষের শিক্ষার্থীদের ‘অটোপাস’ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রশাসন।

শনিবার বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিসের সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

দীর্ঘদিন ধরে বিশ্ববিদ্যালয়ের চতুর্থ বর্ষের শিক্ষার্থীরা পরীক্ষা নেয়ার দাবিতে আন্দোলন করে আসছে। সর্বশেষ তারা ৬ই ডিসেম্বর থেকে লাগাতার প্রশাসনিক ভবন অবরোধের ঘোষণা দেয়। এছাড়া ৪৩তম বিসিএসের সার্কুলেশনকে সামনে রেখে আগামী ২৫শে জানুয়ারির মধ্যে পরীক্ষা অনুষ্ঠানের দাবি জানায়।

একাডেমিক মিটিং সূত্রমতে, পরীক্ষা প্রস্তাবনা কমিটি ও ডিন কমিটি শুধুমাত্র চতুর্থ বর্ষ বা শেষ সেমিস্টারের পরীক্ষা নেয়ার জন্য নতুন একটি প্রস্তাব পেশ করেন। প্রস্তাব মতে আগের নিয়মে ১০০ নাম্বারের মধ্য থেকে ক্লাস উপস্থিতি ও টিউটোরিয়াল মার্ক থেকে ৩০ নম্বর মূল্যায়ন করা হবে, চূড়ান্ত পরীক্ষার অংশ হিসাবে ২০ নাম্বারের অনলাইন ভাইভা নেয়া হবে। বাকি ৫০ নাম্বার পূর্ববর্তী বর্ষের বা সেমিস্টার থেকে গড় মার্কিং করে স্নাতক চূড়ান্ত পরীক্ষার ফলাফল ঘোষণা করা হবে।

দৈনিক মানবজমিন

Leave a Comment