জাতীয় বিশ্ববিদ্যালয়ে আগামী ২০২০/২০২১ শিক্ষাবর্ষ থেকে থাকছে না রেজাল্টের মাধ্যমে অনার্সে ভর্তি পদ্ধতি
আসন্ন ২০২০-২১ শিক্ষাবর্ষ থেকে দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়সমূহে কেন্দ্রীয়ভাবে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ইউজিসির ২৬২ তম সভায় এ সিদ্ধান্ত হয়।

দেশের পাবলিক বিশ্ববিদ্যালয় গুলোতে কেন্দ্রীয় ভাবে একত্রে ভর্তি পরীক্ষা নেয়া হবে। মঙ্গলবার বৈঠকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সহ উপস্থিত ছিলেন মোট ২৮ টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য।
বাংলাদেশ বিশ্ববিদ্যালয় পরিষদ বলছে, বিজ্ঞান, ব্যবসায় শিক্ষা ও মানবিক শাখা থেকে উত্তীর্ণ শিক্ষার্থীগণ উচ্চ মাধ্যমিকের পাঠ্যসূচির আলোকে প্রনীত পৃথক প্রশ্নপত্রে সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে একযোগে অনুষ্ঠিত কেন্দ্রীয় ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। তিনটি শাখার বিভিন্ন বিষয়ে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
এর ফলে আগামী শিক্ষাবর্ষ থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীদের বসতে হবে পরীক্ষার টেবিলে।