National University Honours Final Year Viva Exam. The postponed Honors 4th Year Viva Examination of the National University will be taken online.
The decision was taken by the National University authorities considering the honors 4th year students. Today, the 24th of the University Public Relations Office (Acting) Director. This information was given in a press release signed by Faizul Karim.
বাংলায় অনুবাদ
জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্থগিত হওয়া অনার্স ৪র্থ বর্ষ ভাইভা পরীক্ষা অনলাইনের মাধ্যমে গ্রহণ করা হবে। অনার্স ৪র্থ বর্ষের শিক্ষার্থীদের কথা চিন্তা করে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত গ্রহণ করেছে। আজ ২৪ তারিখ বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের (ভারপ্রাপ্ত) পরিচালক মো. ফয়জুল করিম সাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

Many people including deans, teachers, registrars, examination controllers and principals of different colleges of different faculties of the national university were present in the virtual meeting.
The National University’s Honors 4th year Viva and Practical examinations were supposed to be held by March 31, but all the examinations of the National University were postponed due to the outbreak of corona.
Opinions are also taken on how other year students can improve next year.
Acting Vice-Chancellor of the National University, Prof. Md. Mashiur Rahman said, ‘The National University is thinking deeply so that the educational life of the students is not jeopardized and they do not have to stay stuck for a long time in the same year. More decisions will be announced in stages.
বাংলায় অনুবাদ
ভার্চুয়াল সভায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, শিক্ষক, রেজিস্ট্রার, পরীক্ষা নিয়ন্ত্রক, বিভিন্ন কলেজের অধ্যক্ষসহ অনেকেই যুক্ত ছিলেন।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ৪র্থ বর্ষ ভাইভা ও ব্যবহারিক পরীক্ষা ৩১ মার্চের মধ্যে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল কিন্তু করোনার প্রকোপ বাড়ার কারণে স্থগিত হয়ে যায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল পরীক্ষা।
এছাড়াও অন্যান্য বর্ষের শিক্ষার্থীদের পরবর্তী বর্ষে উন্নতি হওয়ার বিষয়েও মতামত গ্রহণ করা হয়।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য প্রফেসর ড. মো. মশিউর রহমান জানান, ‘শিক্ষার্থীদের শিক্ষা জীবন যাতে সংকটাপন্ন না হয় এবং একই বর্ষে যাতে দীর্ঘদিন আটকে থাকতে না হয় সে বিষয়ে জাতীয় বিশ্ববিদ্যালয় গভীরভাবে চিন্তা ভাবনা করছে। পর্যায়ক্রমে আরও সিদ্ধান্ত জানানো হবে।’