National University Master’s Admission 2018/19

জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স নিয়মিত ২০১৮/১৯ সেশনে ভর্তির ১ম মেধাতালিকা প্রকাশিত হয়েছে।

১ম মেধাতালিকার রেজাল্ট দেখার নিয়মঃ

sms format: 

NU <SPACE> ATMF <SPACE> ROLL NUMBER AND SEND IT TO 16222

online method: Click Here

১ম মেধাতালিকায় স্থানপ্রাপ্তদের ভর্তির সময়সূচীঃ

  1. অনলাইনে ভর্তি ফরমপূরণঃ ২৬/১১/১৯ থেকে ০৪/১২/১৯ তারিখ।
  2. ভর্তি ফরম কলেজে জমাদানঃ ভর্তি ফি সহ কলেজে জমা দেয়া ২৭/১১/১৯ থেকে ০৫/১২/১৯ তারিখ।
  3. কলেজ ভর্তি নিশ্চয়নঃ ২৭/১১/১৯ থেকে ০৭/১২/১৯ তারিখ।

ভর্তির জন্য প্রয়োজনীয় কাগজপত্রঃ

  • অনলাইন থেকে ডাওনলোড করা ভর্তি ফরম।
  • সদ্য তোলা ২-৪ কপি পাসপোর্ট সাইজ ছবি, স্টাম্প সাইজ ২ কপি।
  • এসএসসি,এইচএসসি ও অনার্স পরীক্ষার সনদপত্র/নম্বরপত্র/রেজিষ্ট্রেশন কার্ডের  ফটোকপি।
  • অনার্স পাসের প্রশংসাপত্র। 
  • প্রাথমিক আবেদনের ফটোকপি। 

ভর্তির মূল নোটিশ

ভর্তি ফিঃ সরকারি কলেজ ভেদে ৪০০০-৫০০০টাকা এবং বেসরকারি কলেজ ভেদে ৫০০০-১৫০০০ টাকা।  

Leave a Comment