করেনা মহামারীর কারণে থমকে আছে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর কার্যক্রম। প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলো তাদের কার্যক্রম অনলাইনে পরিচালনা করলেও পাবলিক বিশ্ববিদ্যালয় সমূহ তাদের কার্যক্রম পরিচালনায় ব্যর্থ। জাতীয় বিশ্ববিদ্যালয় তাদের একটি।
করোনা মহামারী শুরু হওয়ার কিছুদিন পূর্বে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স ২০১৫-১৬ সেশনের চূড়ান্ত হয়। মহামারী শুরু হলে শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ হয়ে যায়। ফলে পরীক্ষা নেওয়া আর হয়ে ওঠেনি।
বর্তমান সময় পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান না খোলায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ৪র্থ বর্ষের শিক্ষার্থীরা ১৩ সেপ্টেম্বর,২০২০ জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রধান কার্যালয় গাজীপুরে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে মানববন্ধন করে।
তাদের দাবিসমূহের মধ্যে ছিল
অনুষ্ঠিত ৫টি পরীক্ষার ভিত্তিতে পুরো পরীক্ষার ফল প্রকাশ করতে হবে।
মৌখিক ও ব্যবহারিক পরীক্ষার ক্ষেত্রেও গড় পদ্ধতি অনুসরণ করতে বলা হয়।
এ প্রসঙ্গে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য জনাব হারুন-অর-রশীদ বলেন- পরীক্ষা ব্যতিরেকে অটোপ্রমোশন বা অটোপাসের কোনো সুযোগ নেই। পরিস্থিতি স্বাভাবিক হলে দ্রুত পরীক্ষা নেওয়া হবে এবং ফলপ্রকাশ করা হবে। এছাড়া কোনো বর্ষই পরীক্ষা ছাড়া পরের বর্ষে উত্তীর্ণ হতে পারবেনা।
তিনি আরও ব্যক্ত করেন- শুধুমাত্র পাঁচটি বিষয়ের ফল নিয়ে শিক্ষার্থীরা তাদের সনদ ব্যবহারে ভালো ফল পাবে না।
আরও নিউজ পেতে ক্লিক করুন!