nu-admission-process

অনার্স ১ম বর্ষ ভর্তি ২০২০-২১ খুঁটিনাটি

আবেদনের জন্য করণীয়:

আবেদন করতে কি কি লাগবে:

 • নূন্যতম জিপিএ- এস.এস.সি- ৩.০০ ও এইচ.এস.সি- ২.৫০
 • পাসের সন: এস.এস.সি- ২০১৭,২০১৮ ও এইচ.এস.সি- ২০১৮, ২০১৯
 • এস.এস.সি ও এইচ.এস.সি রোল নং, রেজিঃ নং ও পাসের বছর
 • কলেজ চয়েজ
 • বিষয় চয়েজ
 • সচল মোবাইল নম্বর
 • ছবি: সাইজ- ১২০ ও ১৫০

 

আবেদনের লিংক: Click Here 

অনলাইন আবেদন কার্যক্রম সমাপ্ত হলে এক থেকে দেড় মাস এর মধ্যে রেজাল্ট প্রকাশিত হবে।

রেজাল্ট মোট ৩টি ধাপে হবে:

 • ১ম মেরিট
 • ২য় মেরিট
 • ৩য় ও সর্বশেষ মেরিট

কলেজে  ভর্তি হতে কি কি প্রয়োজন?

 • প্রাথমিক আবেদনের মূলকপি
 • চান্সপ্রাপ্ত কলেজের চূড়ান্ত কপি (অনলাইন ডাউনলোডকৃত)
 • এস.এস.সি ও এইচ.এস.সি মূল নম্বরপত্র।
 • এস.এস.সি ও এইচ.এস.সি সার্টিফিকেট, প্রশংসাপত্র এর ফটোকপি।
 • ৪-৮ কপি পাসপোর্ট আকারের ছবি।
 • সেশন ফি+ ভর্তি ফি (কম বেশি হতে পারে)
  সরকারি কলেজ= ৩ হাজার টাকা থেকে ৭ হাজার টাকা।
  বেসরকারি কলেজ = ৮ হাজার থেকে ২০ হাজার টাকা

অনার্স, ডিগ্রী ও মাস্টার্স এর সকল আপডেট জানতে আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন।

গ্রুপ লিংকঃ Facebook Group

Leave a Comment