গ্রেডিং পয়েন্ট হিসাব করার নিয়ম

অনেকেই কি ভাবে গ্রেডিং পয়েন্ট কি করে হিসাব

করতে হয় জানতে চেয়েছেন,

তাদের জন্য এ পোষ্ট, আশা করি এবার

নিজেরাই নিজেদেরটা হিসাব করতে পারবেন।

আপনাদের সুবিধার জন্য উদাহরন হিসাবে দিচ্ছি……..

১.ধরুন আপনার মোট বিষয় ৬টি। যেমন:

বাংলা,ইংরেজী,গনিত ,সমাজ,বিজ্ঞান ও কৃষি।

২. এখন বাংলার টোটাল মাকর্স হলো১০০

আর ক্রেডিট ৪।

ইংরেজীর মাকর্স ১০০, ক্রেডিট ৪।

গনিতের টোটাল মাকর্স ১০০ ক্রেডিট ৪।

বিজ্ঞান এর ১০০ আর ক্রেডিট ৪।

সমাজের টোটাল মাকর্স ৫০ ক্রেডিট ২।

কৃষির টোটাল মাকর্স ৫০ক্রেডিট ২।

তাহলে আপনার সর্বমোট ক্রেডিট হল

৪+৪+৪+৪+২+২=২০।

এখোন ধরুন আপনি বাংলায় B+(3.25)।

ইংরেজীতে B(3)

গনিতে B(3)

বিজ্ঞান C(2.25)

সমাজে C+(2.50)

কৃষিতে B+(3.25) পেলেন।

এখোন আপনার কাজ হলো, প্রত্যকটা বিষয়ের

পয়েন্টকে ঐ বিষয়ের ক্রেডিট দিয়ে গুন করা।

চলুন করা যাক

বাংলা

(৩.২৫গুন ৪)=১৩

ইংরেজী

(৩ গুন৪) =১২

গনিত

(৩ গুন৪)=১২

বিজ্ঞান

(২.২৫গুন ৪)=৯

সমাজ

(২.৫০গুন ২)=৫

কৃষি

(৩.২৫গুন২)= ৬.৫।

ক্রডিট দিয়ে গুন করার পর আসুন দেখি টোটাল কত হল-

(১৩+১২+১২+৯+৫+৬.৫)

=৫৭.৫

এবার টোটাল পয়েন্ট কে, টোটাল ক্রেডিট দিয়ে ভাগ

করি।

(৫৭.৫/২০)=২.৮৭৫ বা২.৮৮(প্রায়)

উক্ত ২.৮৮ ই হলো আপনার CGPA.

 

গ্রেডিং পদ্ধতি জেনে রাখুন,,,,

1. 80-100 =A+ = 4.00= 1st class

2. 75-79 = A=3.75 =1st class

3. 70-74 = A- = 3.50 = 1st class

4. 65-69 = B+ = 3.25 =1st class

5. 60-64 = B = 3.00 = 1st class

6. 55-59 = B- = 2.75 = 2nd class

7. 50-54 = C+ = 2.50 =2nd class

8. 45-49 = C = 2.25 =2nd class

9. 40-44 = D = 2.00 = 3rd class..

Leave a Comment