জাতীয় বিশ্ববিদ্যালয়ে সমাবর্তন সহ ৫দফা দাবিতে ঢাকার রাজপথে জাতীয় বিশ্ববিদ্যালয় ছাত্র ঐক্য পরিষদ।

শিক্ষা ব্যবস্থার পরিবর্তন সহ ৫ দফা দাবিতে দেশের বিভিন্ন জায়গায় মানবন্ধন করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজের শিক্ষার্থীরা।
আজ সকাল ১১ টায় ঢাকার শাহবাগে সমাবর্তনের দাবিতে জাতীয় যাদুঘরের সামনে মানবন্ধন করে জাতীয় বিশ্ববিদ্যালয় ছাত্র ঐক্য পরিষদ।
শিক্ষার্থীদের ৫ দফা দাবি গুলো হচ্ছে
- প্রতিবছর নিয়মতান্ত্রিক ভাবে সমাবর্তনের আয়োজন করতে হবে
- সরকার নির্ধারিত ফি এর বেশি অর্থ আদায় করা যাবে না
- সকল বিভাগে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক ব্যবহারিক কোর্স চালু ও গবেষণার ব্যবস্থা করতে হবে
- মানসম্মত শিক্ষা নিশ্চিত করার লক্ষ্যে শিক্ষক ও ক্লাসরুম সংকট নিরসন
- কলেজগুলোকে সুধু সনদপ্রাপ্তির কেন্দ্র না করে কর্মমুখী শিক্ষা চালু করতে হবে।