জাতীয় বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন চাই

জাতীয় বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন চাই –

 

শুধু বিশ্ববিদ্যালয় গুলোতে সমাবর্তন হয়, 

জাতীয় বিশ্ববিদ্যালয়ে কেন কোন সমাবর্তন হয়না।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রী রা সমাবর্তনের অধিকার রাখেনা।

নাকি তারা এটার যোগ্য না? 

আমরাও সমাবর্তন চাই। 

 

 

—বাংলাদেশের সবচেয়ে বড় বিশ্ববিদ্যালয় হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়।।।

—দেশব্যাপী জাতীয় বিশ্ববিদ্যালয়ের আওতায় সরকারি ও বেসরকারি কলেজের 

সংখ্যা ২২০০ প্রায়।  যার মধ্যে ৮৬০ টি কলেজে স্নাতক (সম্মান) পড়ানো হয়।।।

—এই কলেজগুলোতে ২১ লাখেরও বেশি শিক্ষার্থী ডিগ্রী/অনার্স/ মাস্টার্স পর্যায়ে পড়াশুনা করে।

ভর্তি হওয়ার পর থেকে প্রত্যেকটি ছাত্র- ছাত্রী মনে মনে সমাবর্তনের স্বপ্নজাল বুনতে থাকে। 

প্রত্যেক শিক্ষার্থী চায় সমাবর্তনের মত একটা মুহূর্তের সাক্ষী হতে।।

১৯৯২ সালে জাতীয় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হলেও এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ২০১৭ সালে একবার সমাবর্তন

আয়োজন করেছে তাও ঢাকায়। 

ছাত্রছাত্রীদের কাছ থেকে সনদের টাকা নিয়েও সনদ বিতরণ করা হয়নি।

এরপর আর সমাবর্তন করার ব্যাপারে ইচ্ছাও প্রকাশ করেনি। ফলে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে

স্নাতক শেষ করা একজন শিক্ষার্থী তার প্রাপ্য সম্মান স্বীকৃতি থেকে বঞ্চিত হচ্ছে।

—তাই এখনই সময়, আমাদের দাবি আদায়ে সোচ্চার হওয়ার।

—ভিসি স্যারের প্রতি আকুল আবেদন

অনতিবিলম্বে অঞ্চভিত্তিক সমাবর্তন শুরু করুন। এবং এটা যেন নিয়মিত চলতে থাকে।

লাখো শিক্ষার্থীর প্রাণের দাবি মেনে নিন।

আমরাও তো গ্রাজুয়েট হয়েছি।। 

ইচ্ছে ত আমারও আছে কালো টুপি আর গাউন পরে এক ফালি হাসি দিয়ে ফটো তুলতে। 

এই ইচ্ছে কি পূরণ হবার নয় ? 

  • জাতীয় বিশ্ববিদ্যালয়ের ও সমাবর্তন চাই…

Leave a Comment